Think positive, Do not think negative | দৈনিক ভোরের কাগজ

নেতিবাচক নয় ইতিবাচক চিন্তা করুন- মো. এনামুল হাসান কাওছার

দৈনিক ভোরের কাগজ- ১৪ জুন, শুক্রবার সংখ্যার পঞ্চম পৃষ্ঠা 'মুক্তচিন্তা' অংশে প্রকাশিত লেখা-

নেতিবাচক নয় ইতিবাচক চিন্তা করুন  


দিন দিন আমরা ইতিবাচক চিন্তার মানসিকতা হারাতে বসেছি। নিজের প্রাপ্তির বিচারটা করছি অন্যের দেখে, তার আছে আমার নেই কেন?

আপনার সফলতা নির্ভর করে আপনার সুপরিকল্পিত পরিশ্রম আর একনিষ্ঠতার ওপর। আপনার সফলতার মাপকাঠি অন্য কারো জয়ের সঙ্গে সম্পর্কযুক্ত নয় বরং তা কেবল আপনাকে খানিক অনুপ্রেরণা দিতে পারে কিন্তু তা আপনাকে পরিচালিত করতে পারে না।

বাস্তবতায় বাঁচুন, নিজের সৃজনশীল সত্তা দ্বারা সামর্থ্যানুযায়ী ইতিবাচক চিন্তা ও কাজে নিজের জীবন সাজান।

মো. এনামুল হাসান কাওছার
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
anamulhasan1971@gmail.com

No comments:

Post a Comment