NIMC Television Drama Production Course Outline



টেলিভিশন নাটক প্রযোজনা কৌশল পাঠ্যধারার সিলেবাস-

১ম দিন-
টেলিভিশন নাটক কী?
মঞ্চ, টেলিভিশন, বেতার ও চলচ্চিত্রের তুলনামূলক আলোচনা।
টেলিভিশন নাটক নির্মাণ পরিকল্পনার ধাপসমূহ এবং চূড়ান্ত প্রযোজনা সংক্রান্ত প্রাথমিক আলোচনা ও পরিকল্পনা।
প্রশিক্ষক- জাহিদ রিপন

২য় দিন-
টেলিভিশন নাটক নির্মাণের আবশ্যকীয় বিভিন্ন দিক।
ভালো টেলিভিশন নাটক নির্মাণের শর্তসমূহ।
প্রশিক্ষক- বদরুজ্জামান

৩য় দিন-
ক্যামেরা, স্টিল ক্যামেরা, মুভি ক্যামেরা, ভিডিও ক্যামেরা প্রভৃতির বৈশিষ্ট্য ও পরিচিতি।
লেন্স, অ্যাপারচার, শাটার স্পিড, ফ্রেম, কম্পোজিশন, লাইন অব এক্সিস।
টেলিভিশন ক্যামেরার দৃশ্যধারণে সহযোগী নানা ডিভাইস- ট্রাইপড, ডলি, ট্রলি, প্রভৃতি।
প্রশিক্ষক- নাসির মাহমুদ

৪র্থ দিন-
স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়, বঙ্গবন্ধু ও সংবিধান
প্রশিক্ষক- ম. হামিদ

সাইবার সিকিউরিটি
প্রশিক্ষক- তানভীর জোহা

৫ম দিন-
ক্যামেরা, শট, শটের প্রকারভেদ ও ব্যবহারবিধি।
ক্যামেরায় শট অনুশীলন।
আলো, আলোর উৎস এবং থ্রি-পয়েন্ট লাইটিং
ইনডোর, আউটডোর, মিক্সড লাইট, কালার টেম্পারেচার প্রভতি।
প্রশিক্ষক- পঙ্কজ পালিত

৬ষ্ঠ দিন-
টেলিভিশনে ক্যামেরায় দৃশ্যধারণ: সম্ভাব্য সমস্যা ও সমস্যাসমূহ সমাধান।
প্রশিক্ষক- মাসুদ মনোয়ার ভূঁইয়া

৭ম দিন-
মাইক্রোফোনের বৈশিষ্ট্য, ব্যবহার এবং শব্দ সুসমকরণ।
প্রশিক্ষক- মাসুদ মনোয়ার ভূঁইয়া

বাংলাদেশের সমসাময়িক নাটক, সেট ডিজাইন ও পান্ডুলিপি লিখন।
প্রশিক্ষক- শফিকুর রহমান শান্তুনু

৮ম দিন-
টেলিভিশন নাটকে সম্পাদনা এবং এর প্রয়োজনীয়তা।
টেলিভিশিন নাটকে সম্পাদনা এবং এর প্রকারভেদ।
অফলাইন ও অনলাইন এবং লিনিয়ার ও ননলিনিয়ার সম্পাদনা।
প্রশিক্ষক- জাকিউল হক

৯ম দিন-
চিত্রনাট্য, স্টোরি বোর্ড ও শট ডিভিশন।
প্রশিক্ষক- বরকত উল্লাহ

১০ম দিন-
চূড়ান্ত প্রযোজনার জন্য পান্ডুলিপি চূড়ান্তকরণ ও চিত্রনাট্য তৈরি।
প্রশিক্ষক- মাসুম রেজা
চূড়ান্ত প্রযোজনার শট ডিভিশিন, স্টোরিবোর্ড তৈরি, কর্মবিভাজন এবং অন্যান্য পরিকল্পনা।
প্রশিক্ষক- জাকির/জাহিদ/রিপন/শিউলী/বদরুজ্জামান

১১তম দিন-
প্রযোজনার জন্য দৃশ্যধারণ।
প্রশিক্ষক- বদরুজ্জামান, শান্তুনু/ ইসলাম শফিক, উজ্জ্বল, হাসান

১২তম দিন-
প্রযোজনার জন্য দৃশ্যধারণ।
প্রশিক্ষক- বদরুজ্জামান, শান্তুনু/ ইসলাম শফিক, উজ্জ্বল, হাসান

১৩তম দিন-
প্রযোজনার জন্য ধারণকৃত দৃশ্য সম্পাদনা।
প্রশিক্ষক- জনি, আরিফ।

১৪তম দিন-
প্রযোজনার জন্য ধারণকৃত দৃশ্য সম্পাদনা।
প্রশিক্ষক- জনি, আরিফ।

১৫তম দিন-
চূড়ান্ত প্রযোজনা প্রদর্শন ও মূল্যায়ন।
১৩তম দিন- প্রযোজনার জন্য ধারণকৃত দৃশ্য সম্পাদনা।
প্রশিক্ষক- জাকির/শিউলী/ফাইম

পাঠ্যধারা মূল্যায়ন ও প্রশিক্ষণার্থীদের অভিব্যক্তি প্রকাশ।
প্রশিক্ষক- জাকির/শিউলী/ফাইম

পাঠ্যধারার সমাপন অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ।

Objective

At the end of the course, participants would be able to: -Learn theories, rules and techniques of Television Drama production; Acquire knowledge/ideas, concept of the subject matter and psychological preparation of producing a Television Drama; Attain enough capability to produce a Television Drama.

Course Content

General Contents:

Emergence of Bangladesh & The Constitution of Bangladesh; Sustainable Development Goals, 7th Five Year Plan & Ten Initiatives of Honorable Prime Minister Sheikh Hasina; Digital Bangladesh & Union Digital Center and activities; Climate Chance and Disaster Management; Autism; Rights to Information Act 2009 & E-Service of Goverment.

Core Contents:

Basics of Television Production: Comparative discussion on Theatre, TV, Radio & Film Medium. Steps of TV drama production. Essential elements of standard TV drama production. Camera: Digital video camera and its uses. Still camera, Video camera, Movie camera, Devices of TV camera and their uses, Different types of shots and their uses.

Lighting:
Lighting and its natural and artificial sources. Three point lighting. ln-door-outdoor-lights, colour temperature etc.

Set:
Set design, Different types set ,Relationship between light and set design. Editing: Editing and continuity online-offline editing, linier and non-linier editing etc.

Sound & Microphone:
Sound and uses of sound, Different types of microphones and their uses in TV drama production. Costume & Make-up: Different types of Costume design, make-up design and their uses. Script & Production Script: Steps of script development, screen play, shot division and story board etc. Script writing, Production script and shooting planning, Shooting,

Editing & Final Productions:

Shooting, Editing and finally production of two 10-12 minute Television Drama productions. Evaluation of the final productions.




Method   
Classroom lecture, Discussions, Multimedia presentation, Practical sessions etc.

Evaluation   
Classroom attendance, Regular participation in the classes, Practical exercises, Classroom exam and Final presentation.




For More Info You Can Visit- 
http://nimc.gov.bd


সংগ্রহে -
মো. এনামুল হাসান কাওছার,
প্রশিক্ষনার্থী, টেলিভিশন নাটক প্রযোজনা পাঠ্যধারা (২১ জুলাই থেকে ০৮ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দ।)
আয়োজনে- জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তথ্য মন্ত্রণালয়।
            ১২৫/এ দারুস সালাম, এ ডব্লিউ চৌধুরী রোড, ঢাকা- ১২১৬

No comments:

Post a Comment